Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

পত্নীতলায় চাঁদা আদায়ের চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০২:৫৮ পিএম


পত্নীতলায় চাঁদা আদায়ের চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবককে আটকের পর থানায় হস্তান্তর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

থানার মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মামুদপুর চৌধুরী পাড়ায় একটি বাড়িতে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এ চাঁদা উত্তোলন চেষ্টা করা হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে আরিফ পালানোর চেষ্টা করে ও ছাত্রদের হাতে আটক হন। পরে আরিফকে রাতেই থানা পুলিশের হাতে তুলে দেন।

ছাত্র আন্দোলনের পক্ষে কাজী নাজমুল হাসান বাদী হয়ে আরিফের নামে মামলা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন, চাঁদা দাবির অভিযোগে উপজেলার মামুদপুর মধ্যপাড়ার তমিজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন।
ইএইচ

Link copied!