Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘সহিংসতাকারীদের কোন স্থান বিএনপিতে নেই’

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৪:৪৪ পিএম


‘সহিংসতাকারীদের কোন স্থান বিএনপিতে নেই’

মাদারীপুরের কালকিনিতে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, বিএনপির কাছে সহিংসতাকারীদের কোন স্থান নেই। আমি বিশ্বাস করি যারা দলকে ভালোবাসে তারা কখনও দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সহিংসতা করতে পারে না।

বলেন- আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারীর সভাপতিত্বে সদস‌্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় কালকিনি থানার পালপাড়ার মোড়ে সংক্ষিপ্ত পথসভা করা হয়।

পথসভায় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদ খান, কালকিনি পৌর বিএনপি সদস‌্য সচিব মো. লিটন ফকির, পৌর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন।

তিনি আরও বলেন- দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপিসহ যে গণতান্ত্রিক দল সংগ্রাম করেছেন ইতিমধ্যে বিএনপির ৫ থেকে ৬ শত লোককে গুম করা হয়েছে। বাবা তার সন্তানকে পায়নি, সন্তান তার বাবাকে পায়নি। এই শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ আজ মুক্ত।

ইএইচ

Link copied!