Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৭০০ বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৬:৫১ পিএম


৭০০ বন্যার্ত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

বন্যার্ত ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিভিন্ন শুকনো খাবার সম্বলিত ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ নৌবাহিনী ঘাটিতে পাঠানো হয়েছে।

প্রতিটি প্যাকেটে রয়েছে শুকনা খাদ্য, বিস্কুট, চিড়া, পানি, ওষুধ ইত্যাদি। এ সকল খাদ্যসামগ্রী ফেনি ও পশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরণ করা হবে বলে পায়রা বন্দর সূত্রে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, পায়রা বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কমিটি ইতোমধ্যে কর্যক্রম শুরু করেছে।

এছাড়াও ভয়ানকভাবে আক্রান্ত বন্যার্তদের মানবিক সহায়তায় অত্র সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সেচ্ছায় ১ (এক) দিনের বেতনের সমপরিমাণ অর্থ শীঘ্রই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!