Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মানিকগঞ্জে আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৭:০৩ পিএম


মানিকগঞ্জে আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবি

চাকরি স্থায়ীকরণের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা কমান্ড্যান্ট এএসএম সাখাওয়াত হোসাইনের কাছে একটি স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

স্মারকলিপি গ্রহণ করে সাখাওয়াত হোসাইন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আনসার সদস্যরা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে। এদের চাকরি স্থায়ীকরণ হলে তাদের কাছ থেকে আমরা আরও কোয়ালিটি সেবা পাব। কাজেই আমি চাই সরকার তাদের চাকরি স্থায়ীকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। 

জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা শেষে আবারও মিছিল বের করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-বেউথা সড়ক ও শহীদ রফিক সড়ক হয়ে মিছিল নিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভা করেন।

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) তোফাজ্জল হোসেন।

এ সময় এপিসি মো. কামাল হোসেন, মো. আফজাল হোসেন, আনসার সদস্য এহসানুল হক, সুলাইমান বেপারি ও মো. সুজন শেখসহ শতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!