Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৭:৫৫ পিএম


রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের চেয়ারম্যান একতেহার হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন পারুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিএনপি, যুবদল এবং ছাত্রদল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পারুয়া ইউনিয়নের হাজারীহাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার দ্বারা নির্বাচিত চেয়ারম্যান একতেহার হোসেনের অধীনে তারা ন্যায়বিচার পাননি। তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগও তোলা হয়।

বক্তারা আরও জানান, মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. বক্কর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল।  

এতে বক্তব্য দেন- পারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি সৈয়দ নবী, মো. আবু তৈয়ব, পারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম, পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ৪নং ওয়ার্ডের মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. দিদার আলম, মেম্বার নুরুচ্ছফা প্রমুখ।

ইএইচ

Link copied!