Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে শাহীন হত্যাকাণ্ডের মূলহোতা শান্ত আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৮:০০ পিএম


চাঁদপুরে শাহীন হত্যাকাণ্ডের মূলহোতা শান্ত আটক

চাঁদপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় কুপিয়ে শাহীন হত্যাকাণ্ডের মামলা দায়েরের ৪০ মিনিটের মধ্যেই অন্যতম মূলহোতা শান্ত দাসকে (১৯) আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শাহীন শহরের ব্যাংক কলোনির বাসা থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে তাকে পথ অবরোধ করে মামলার আসামিরা কুপিয়ে হত্যা করে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম।

তিনি জানান, শহরের ব্যাংক কলোনীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে শাহীনকে কুপিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শান্ত। সে ব্যাংক কলোনির অজয় চন্দ্র দাসের ছেলে এবং খুন হওয়া শাহীন হচ্ছে একই এলাকার ভাড়াটিয়া মৃত স্বপন সরকারের ছেলে।

ঘটনার দিন শাহীনকে বাঁচাতে এগিয়ে আসলে মো. ফাহিম নামের আরও একজনকে ওরা কুপিয়ে জখম করে।

এই মামলায় শান্ত ছাড়াও অন্য আসামিরা হচ্ছেন মো. শামীম (১৯), রাতিম (১৯), মো. সামির (১৯), সামি (১৯),মো. সাকিল (২১) সহ অজ্ঞাত আরও ১২ জন। এরা প্রত্যেকেই ব্যাংক কলোনির বাসিন্দা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, হত্যাকাণ্ডে জড়িত মূলহোতাকে আটক করা হয়েছে। অতিদ্রুত মামলার অন্য আসামিদেরকেও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!