Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চাকরি জাতীয় করণের দাবিতে টাঙ্গাইলে আনসার বাহিনীর বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৯:১১ পিএম


চাকরি জাতীয় করণের দাবিতে টাঙ্গাইলে আনসার বাহিনীর বিক্ষোভ

‘আমরা সবাই ঐক্য জোট, আনসার আইন সংস্কার হোক’ প্রতিপাদ্যে টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর সদস্যরা চাকরি জাতীয় করণের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, আনসার সদস্য রাসেল আহম্মেদ, আল-আমিন, মুজিবুর রহমান, শফিকুল, নাছিমা আক্তার, কিরণ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিশৃঙ্খল পরিস্থিতিতে আনসার বাহিনী বিভিন্ন থানা ও ট্রাফিকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। অথচ আমরা অবহেলিত। ৩ বছর চাকরি করার পর ৬ মাসের জন্য বিশ্রামে পাঠিয়ে দেয়। পরে আর খবর রাখা হয় না। বেকার থাকায় সাধারণ মানুষ আর আমাদের মূল্যায়ন করে না। দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে আমরা দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছি। অথচ আমাদের কোন দাম নাই। আমাদের এক দফা এক দাবি আমাদের চাকুরি জাতীয়করণ করতে হবে।

জেলা কমান্ডার মো. ইব্রাহিম খলিল জানান, তাদের দাবি চাকরি জাতীয়করণ এটা তিনি যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

ইএইচ

Link copied!