Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে মাছ শিকারে গিয়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৯:২৯ পিএম


ফরিদগঞ্জে মাছ শিকারে গিয়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জে প্রায় প্রতিদিনের ন্যায় মাছ শিকার করতে গিয়ে সজীব হোসেনের (২৩) মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে মাছ ধরতে বের হয়েছিলেন সজীব।

শনিবার সকাল ১০টার সময় বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. সজীব উপজেলার চরদুঃখীয়া ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সজীব গত কয়েক দিন রাতে মাছ শিকার করতে যায়। প্রতিদিন মাছ শিকার করে চলে এলেও গতকাল তিনি আর ঘরে ফিরে আসেননি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজিবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সজীব মৃগী রোগী ছিল বলে শুনেছি। তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ইএইচ

Link copied!