Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

লংগদুতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

লংগদু প্রতিনিধি

লংগদু প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৪, ০৯:৩৪ পিএম


লংগদুতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটির লংগদু উপজেলার বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিপাকে পড়েছে কৃষক ও পশু পালনকারী খামারিরা।

এসব অঞ্চলের মানুষের জনজীবন বিপাকে পড়ায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া প্লাবিত অঞ্চল পরিদর্শন করে খোঁজ খবর নেন। পরো পাহাড়ি-বাঙালি দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনীর পক্ষ হতে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয় এবং জনগণের জান মাল নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়রা বলেন, যথা সময়ে এমন মহৎ উদ্যোগ ও সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!