Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

আগস্ট ২৫, ২০২৪, ০২:৪২ পিএম


জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন

জামালপুরে জমির মালিকানা নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের অভিযোগ করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

রোববার সকালে শহরের নাওভাঙ্গা চরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস চত্বরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর জাওয়াদুল হক, রেজিস্টার গোলাম মওলা ও আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসানাত ইবনে আবেদীন।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের নাওভাঙ্গা চরে মোট ৪৫টি দাগে সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় ৯ একর জমি সাব কবলা দলিলমূলে ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধের দাবি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের।

ইএইচ

Link copied!