Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরে কলাগাছের সঙ্গে শত্রুতা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৩:১৪ পিএম


মেহেরপুরে কলাগাছের সঙ্গে শত্রুতা

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের ফকির মহাম্মদের এক বিঘা জমির চারশত কলার কান্দি কেটে ফেলেছে করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে রায়পুর গ্রামের বিলের মাঠে কলাবাগানে এ ঘটনা ঘটেছে।

এতে কৃষকের এক লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

কৃষক ফকির মহাম্মদ রায়পুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে।

স্থানীয়রা বলেন- আমরা সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখতে পাই জমিতে কলার কান্দি পড়ে আছে। জমিতে গিয়ে দেখি ৪০০শত কান্দির মধ্যে ৩৯৯ কান্দি কাটা পড়ে আছে। তারপর আমরা কৃষক ফকির মহাম্মদকে খবর দিলে সে জমিতে আসে।

কৃষক ফকির মহাম্মদ বলেন, বিকালে আমি জমির আগাছা পরিষ্কার করে বাড়ি গিয়েছিলাম। এক বছর পরিশ্রম করে কলাবাগান তৈরি করেছি। আর ১০/১৫ দিন সময় পেলে আমি ফসল বেচতে পারতাম। মেহেরপুরে প্রায় এভাবে ফসলের ক্ষতি হচ্ছে। সবসময় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!