Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পঞ্চগড়ে সমাপ্তির পথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াশ ব্লক নির্মাণকাজ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৩:২৩ পিএম


পঞ্চগড়ে সমাপ্তির পথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াশ ব্লক নির্মাণকাজ

পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় ৩৫৩টি ওয়াশ ব্লক নির্মাণ কাজ হচ্ছে। এর মধ্যে ২০১টি হস্তান্তর করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

১৫২টি কাজ চলমান রয়েছে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মিনহাজুল রহমান।

তিনি জানান- প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নের ও ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া রোধ প্রকল্পে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নের ওয়াশ ব্লক নির্মাণ কাজ চলছে। এতে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা স্যানিটেশন রুম করা হয়েছে। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক প্যমোট স্যানিটেশন ব্যবস্থা করা হচ্ছে। বিশুদ্ধ পানি ও সুন্দর স্যানিটেশন ব্যবস্থা থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছত্রীরা আনন্দে বিদ্যালয়ে যাচ্ছে।

রোগব্যাধি থেকে রেহাই পাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকেরাও খুশি।

পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুনী গোপাল সিংহ জানান- ওয়াশ ব্লকগুলোর নির্মাণকাজ আমরা ঠিকাদারদের আলাপ আলোচনার মাধ্যমে গুণগত মান বজায় রেখে শতভাগ স্বচ্ছতার সাথে নির্মাণ কাজ সমাপ্তি চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজ হয়েছে তা বিদ্যালয়গুলোকে হস্তান্তর করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলায় ৬০টি ওয়াশ ব্লক নির্মাণকাজ সমাপ্তি হয়েছে, বোদা উপজেলায় ১০৫টি ওয়াশ ব্লক হস্তান্তর করা হয়েছে, তেঁতুলিয়া উপজেলায় ২২টি ওয়াশ ব্লক নির্মাণ কাজ সমাপ্তি করে হস্তান্তর করা হয়েছে, আটোয়ারী উপজেলায় ৮১টি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।

প্রতিটি ওয়াশ ব্লক নির্মাণ করতে প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হচ্ছে। পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশলের ওয়াশ ব্লগ নির্মাণ কাজের স্বচ্ছতা মান ভালো থাকায় সর্বমহলে জনপ্রিয়তা পাচ্ছে।

ইএইচ

Link copied!