Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে প্রধান শিক্ষিকার পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল

পূবাইল ও পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল ও পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৩:৩৫ পিএম


পূবাইলে প্রধান শিক্ষিকার পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি আক্তরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, অবৈধ নিয়োগ, স্বেচ্ছাচারিতা স্কুলের অর্থ আত্মসাৎ, লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ এনে পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এ সময় প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা।

রোববার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়কে এসে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী। সাথে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন।

এদিকে সকাল থেকে স্কুলে অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি আক্তার। উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়ে তাদের দাবির কথা শুনে বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান।

সবশেষ গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে জানিয়ে দুপুর পর্যন্ত চলে তাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি।

ইএইচ

Link copied!