Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন নব মুসলিম শহিদুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৩:৫৬ পিএম


অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন নব মুসলিম শহিদুল

নব মুসলিম দিনমজুর শহিদুল ইসলাম সাগর (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। অর্থাভাবে তিনি চিকিৎসা নিতে পারছে না। পরিবার নিয়ে তিনি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে মানবেতর জীবনযাপন করছেন।

শহিদুল ইসলাম সাগর ১২ বছর আগে বাড়ির পাশের একজন মাওলানার ওয়াজ শুনে ধর্মান্তরিত হন।

তিন খুলনা আদলতের একটি নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শহিদুল ইসলাম খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় কৃষ্ণনগর গ্রামের মৃত পূর্ণচন্দ্র বিশ্বাসের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল শেখর বিশ্বাস।

ধর্মান্তরিত হয়ে তিনি ফুলতলা উপজেলার পয়গ্রামের কাশেম আলী শেখের মেয়ে জোহরা খাতুনকে বিয়ে করেন। তিনি ধোপাদী বাজারে ঝুপড়ি দোকান চটপটি বিক্রি করেন। তিনি চার বছর যাবৎ হৃদরোগ আক্রান্ত।

তার স্ত্রী জোহরা খাতুন জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে অর্থের অভাবে ফিরে এসেছেন। এক একটি ইনজেকশনের দাম নেয় ১৫’শ টাকা প্রতিদিন একটা করে দিতে হবে সাথে অন্যান্য ঔষুধ তো আছেই। বর্তমানে তিনি স্থানীয় একজন পল্লী চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। এখানেও তার সপ্তাহে দুই হাজার টাকা খরচ হচ্ছে। তিনি অসুস্থ থাকার কারণে চটপটির দোকান বন্ধ রয়েছে। বর্তমানে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় তরিকুল ইসলাম বলেন, ‘নবমুসলিম শহিদুলের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই আমরা তার জন্য এলাকায় আর্থিক সাহায্য আদায় করছি।’ নবমুসলিম শহিদুল সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। আর্থিক সাহায্য করতে তার বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৯৯৩৮১০৫৭৩।

ইএইচ

Link copied!