Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়ায় হত্যা মামলার পলাতক আসামি পৌর কাউন্সিলর গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৪:৩৭ পিএম


কুষ্টিয়ায় হত্যা মামলার পলাতক আসামি পৌর কাউন্সিলর গ্রেপ্তার

র‌্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি কুষ্টিয়া পৌর সভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ওরফে আশাকে (৪৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, গত ৫ আগস্ট  কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে হাটশ হরিপুরের শালদাহ গ্রামের বাবু (৩২), নিহত হয়।

এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার পলাতক আসামি শহরতলি মোল্লা তেঘরিয়ার আফজাল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে আশাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!