Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ইঞ্জিনিয়ার-ওয়্যারিং পরিদর্শকসহ ৫ জন প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্রদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৪:৫০ পিএম


বৈষম্যবিরোধী ছাত্রদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

হবিগঞ্জের বাহুবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস ঘেরাও করেছে।

অনিয়মের অভিযোগে জুনিয়র ইঞ্জিনিয়ার মুকিত, ওয়্যারিং পরিদর্শক এএসএম সায়েম,বিলিং সুপারভাইজার মোছা. রিনা আক্তার, বিলিং সহকারী মোছা. আয়েশা আক্তার ও লাইন শ্রমিক আব্দুল খালেকসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার দুপুরে বাহুবল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন বাহুবল ও শায়েস্তাগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. তাজুল ইসলাম।

এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাৎক্ষণিক অভিযুক্ত ৫ জনকে প্রত্যাহার করে নিলে পরিস্থিতি শান্ত হয়।

ইএইচ

Link copied!