Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে কাঁচামরিচের কেজি ১ হাজার

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

আগস্ট ২৫, ২০২৪, ০৫:৫৭ পিএম


চট্টগ্রামে কাঁচামরিচের কেজি ১ হাজার

চট্টগ্রামের বাজারগুলোতে ঝাল বেড়েছে কাঁচামরিচে। যাদের কাছে মজুত আছে তারা বিক্রি করছেন কেজি ৯০০ থেকে ১ হাজার টাকা দরে। তবে বাজারে প্রায় দোকানে কাঁচামরিচ নেই বললেই চলে।

দোকানিদের সঙ্গে কথা বললে তারা জানান, বন্যা পরিস্থিতিতে সরবরাহ সংকটে চট্টগ্রামে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো বাজারে মিলছেই না কাঁচামরিচ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়।

রোববার নগরীর চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট, চৌমুহনী ও ফকিরহাট বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি বগুড়া, ফরিদপুর ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে আসে। বন্যার কারণে গত তিনদিন কাঁচামরিচসহ সবজি আসছে না। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানায়, কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলেও দাম বাড়তি নেওয়ার সুযোগ নেই। অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!