Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

আগস্ট ২৫, ২০২৪, ০৬:১৭ পিএম


রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

দেশব্যাপী শিক্ষক নির্যাতন, লাঞ্ছিত, আইন বহির্ভূত অপসারণ ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রংপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশি) মানববন্ধন করেছেন।

রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের মূল ফটকের সামনে শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এ সময় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশি) জেলা সভাপতি কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে যেভাবে শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে শিক্ষকদের অপমানিত, লাঞ্ছিত করা হচ্ছে আতঙ্কে রয়েছে শিক্ষকরা। কোন দুর্নীতিবাজ শিক্ষকের পক্ষে আমরা নই। আমরা চাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কিন্তু শিক্ষক হিসেবে তাকে অপমানিত করা, লাঞ্ছিত করার অধিকার কেউ রাখে না। রাষ্ট্রে আইন আছে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আছেন কেউ যদি অন্যায় করে থাকেন তার যথাযথ শাস্তি দেয়া হোক। কিন্তু এভাবে লাঞ্ছিত, অপমানিত, সম্মান ক্ষুণ্ন করা বন্ধ হোক। মানুষ গড়ার কারিগরদের এই অপমানিত, লাঞ্ছিত বন্ধ করে আগের ন্যায় সুষ্ঠু পাঠদানে ফিরে আসুক শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ইএইচ

Link copied!