Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৬:৪৮ পিএম


ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় আটক ৪

গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার ৪ আসামিকে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল।

রোববার সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

আটককৃতরা হলো, গোয়ালপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. অসিম হোসেন (৩৫), পৈলানপুর গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে আজাদ মোল্লা(৪০), নারায়ণপুর গ্রামের লিয়াকত মোল্লার ছেলে স্বপন মোল্লা (৪২) ও চুয়াডাঙ্গা গ্রামের মৃত আত্তাব উদ্দিনের ছেলে সাজিজুল ইসলাম সাজে (৩৪)। সাজিজুল ইসলাম সাজে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে শনিবার এই মামলায় র‌্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটসহ ৬ জনকে আটক করে থানায় সোপর্দ করে।

ইএইচ

Link copied!