Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি নিয়োগের দাবি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৭:১০ পিএম


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি নিয়োগের দাবি

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে যোগ্য বাঙালি নিয়োগের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটি।

রোববার সকালে রাঙামাটির স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের প্রতি এই দাবি জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হলেও এখনো পর্যন্ত তিন পার্বত্য জেলা পরিষদ বহাল রয়েছে। অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি জানানো হয়।

ইএইচ

Link copied!