Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দোহারে সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৭:৫৫ পিএম


দোহারে সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা

ঢাকার দোহার থানায় সাবেক এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালান এফ রহমানসহ ১৭৪ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে উল্লেখ করা হয়েছে।

রোববার সকালে দোহার থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী দোহারের রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি। এ মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া মামলার আসামি হয়েছেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ দোহার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মী। আছেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানও।

দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ১৭৪ জনকে এজাহার নামীয় ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ইএইচ

Link copied!