Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৪, ০৮:১৮ পিএম


মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন- বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে দায়িত্বরত তদারকি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!