Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

নব্য ফেরাউন রূপে আবির্ভাব হয়েছিল শেখ হাসিনা: মামুনুল হক

সিংগাইর, (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সিংগাইর, (মানিকগঞ্জ) প্রতিনিধি:

আগস্ট ২৬, ২০২৪, ০১:২০ পিএম


নব্য ফেরাউন রূপে আবির্ভাব হয়েছিল শেখ হাসিনা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, নব্য ফেরাউন রূপে আবির্ভাব হয়েছিল শেখ হাসিনা। জালেম ফেরাউন যেমন পৃথিবীতে বনি ইসরাইলের উপর গণহত্যা চালিয়েছিল, আজকের যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা সরকার বিগত ১৬টি বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম সকল গণহত্যা চালিয়েছে।

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিশ সিংগাইর উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে লাখো শহিদের প্রাণের বিনিময়ে, ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। ৫৩ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ খুঁজে পায়নি। বিশেষ করে বিগত ১৬টি বছর এদেশের মানুষের বুকের উপর চেপে বসেছিল এক স্বৈরশাসক। সেই স্বৈরশাসকে শুধু ফেরাউনের সাথেই তুলনা করা যায়। জালিম শেখ হাসিনা নায়েবে নবীদেরকে, আলেম-ওলামাদেরকে অপমান এবং লাঞ্ছিত করার এমন কোন চেষ্টা নেই যেটা তিনি করেননি। জালেম ফেরাউন যেমন– পৃথিবীতে বনি ইসরাইলের উপর গণহত্যা চালিয়েছিল, আজকের যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা সরকার বিগত ১৬টি বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম সকল গণহত্যা চালিয়েছে।

আল্লামা মামুনুল হক বলেন, এতদিন এদেশের মানুষ জানতো এবং  রাষ্ট্রীয় ভাবেও পালন করা হতো আগস্ট মাসকে শোকের মাস হিসেবে। কিন্তু ২০২৪ সালে এসে ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে নতুন বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে অন্যতম হলো শোকের মাস আগস্ট বিজয়ের মাসে পরিণত হয়েছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই ৫ আগস্ট, এই বিপ্লব, এটি বাংলাদেশের স্বাধীনতাকে, পূর্ণাঙ্গভাবে রূপ দেয়ার আরেকটি অন্যতম মাইলফলক।

ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনার পতনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে, ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদী গুলোর বাধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করেছে। ওরা মনে করেছিল বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ওরা দাবিয়ে রাখবে। আজ প্রমাণ হয়ে গিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশ আজ বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। গোটা দেশ আজ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ষড়যন্ত্রের বিরুদ্ধে ও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লব চূড়ান্ত রূপ ধারণ করবে, যদি আমরা ইনসাফ স্থাপন করতে পারি। ন্যায় ইনসাফ ভিত্তিক পরিপূর্ণ সমাজ যদি কায়েম করতে চাও, আল্লাহ প্রদত্ত খেলাফত রাষ্ট্রব্যবস্থা ছাড়া কোন বিকল্প নাই। তাই আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠা করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হবো ইনশা আল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিস সিংগাইর উপজেলার সভাপতি মাও.দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর) এর সভাপতিত্ব পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র মজলিস সিংগাইর উপজেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ ফারুকী, গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তরের মহাসচিব মাও. নাজমুল ইসলাম সাকিব, কাংশা ছহির উদ্দিন ইসলামি মাদ্রাসার নাজিমে তালিমাত হাফেজ মাও.আব্দুল করিম, বড় হুজুর হাফেজ আব্দুর রহমান, গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার শিক্ষক মাও. নাজমুল হক মানিকগঞ্জি, শহিদুল ইসলাম মেম্বার, মাও. ইমরান হোসাইন, মাও, মাহমুদুল হাসান, মাও. দেলোয়ার হোসেন, মাও. ওমর ফারুক, হাফেজ মাও. মুফতি সোয়াদ রব্বানী, হরিরামপুর উপজেলার সভাপতি মুফতি সালমান মাদানী,  হাফেজ মাও. সাইফুল ইসলাম, মাও. আইয়ুব আনসারী, সায়েস্তা ইউনিয়ন সভাপতি মাও. মুজাফফর হোসেন, মাও. হাবিবুর রহমান, মাও. আব্দুর রহমান, মুফতি আলমগীর হোসেন রাশেদী, মাও. মামুনুল হক, মুফতি সালাহ উদ্দিন রহমানী, মাও. আব্দুল বাতেনসহ আরো অনেক ওলামা মাশায়েখগণ বক্তব্য রাখেন।

বিআরইউ

 

Link copied!