নেত্রকোণা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৫ পিএম
নেত্রকোণা প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৫ পিএম
বন্যার্তদের সাহায্যার্থে উৎসব ব্যয় কমিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোণায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
জেলা শহরের নরসিংহ জিউর আখড়া, ইসকন ছাড়াও জেলার কেন্দুয়া, দুর্গাপুরসহ ১০ উপজেলায় এই আয়োজন করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে পূজার্চনা, গীতাপাঠ, প্রার্থনা, শোভাযাত্রা, আলোচনাসভা ও প্রদাস বিতরণ।
সোমবার সকালে শহরের নরসিংহ জিউর আখড়া মন্দিরে শ্রীকৃষ্ণের পূজার্চনা ও আলোচনা সভার পরে বের হয় শোভাযাত্রা।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি অধ্যাপক শুভ্রত রায় মানিক, সাধারণ সম্পাদক লিটন দত্ত, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা নির্মল কুমার দাস, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশুবিকাশ আচার্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এতে অংশ নেন।
এছাড়াও জেলার উপজেলা সদরগুলোতেও শোভাযাত্রা বের হয়। উৎসবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে দেশ, জাতি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন, ভক্তবৃন্দরা।
ইএইচ