Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাবনার মন্দিরে মন্দিরে শুভ জন্মাষ্টমী পালিত

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ২৬, ২০২৪, ০৪:৩১ পিএম


পাবনার মন্দিরে মন্দিরে শুভ জন্মাষ্টমী পালিত

পাবনা শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরে শান্তিপূর্ণভাবে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব বলেন- জন্মাষ্টমী উদযাপন এই বছর পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যার্তদের কারণে শোভাযাত্রা বর্জন করেছি। প্রতিটা মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলমান আছে। বানভাসিদের কথা চিন্তা করে আমরা শোভাযাত্রায় বাদ দিয়েছি। আর শোভাযাত্রার খরচকৃত টাকা ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব অচিন্ত্য কুমার ঘোষ আরও বলেন- আমরা অনুষ্ঠানসূচীতে ধর্মীয়ভাবে পূজা অর্চনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এবং বন্যাপীড়িত মানুষদের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!