নাটোর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৪, ০৫:৪৩ পিএম
নাটোর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৪, ০৫:৪৩ পিএম
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩৭ জনের নামে সদর থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে মামলার বাদী নিহত মেহেদী হাসান রবিনের মামা সোহেল রানা থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট মামলার প্রধান আসামি সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে শহরের উত্তর বড়গাছা বড়মোড় এলাকা থেকে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে সাবেক এমপির বাড়িতে আটকে রাখা হয়।
পরে এমপির বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় এমপিসহ তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট ভোরে মারা যায় রবিন। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্য কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ইএইচ