Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পীরগঞ্জে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৪, ০৮:০৯ পিএম


পীরগঞ্জে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দানাজপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তাদের সাথে থাকা ৩টি মোটরসাইকেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রুহিগাও গ্রামের নগেন্দ্র রায়ের ছেলে হরিদাস চন্দ্র রায়, একই উপজেলার কুরিয়ালপুর গ্রামের দিলীপ রায়ের ছেলে পান চন্দ্র রায়, পীরগঞ্জ উপজেলার বেলসুয়া গ্রামের হরমোন রায়ের ছেলে শুভ রায় ও দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন চন্দ্র রায়।

দানাজপুর ক্যাম্পের হাবিলদার রেজাউল হাসান জামান, বেশকিছু মানুষ ভারতে প্রবেশ করার চেষ্টা করা কালে বিজিবি তাদের ধাওয়া করে। এদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে।

এ বিষয়ে ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, শুনেছি ৪ জনকে আটক করেছে বিজিবি। আমার ইউনিয়নের নাকি দুইটি ছেলেও আটক হয়েছে।

ইএইচ

Link copied!