Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বন্যার পানিতে পায়ে হেঁটে বিজিবির ত্রাণ বিতরণ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৪, ০৮:১৬ পিএম


বন্যার পানিতে পায়ে হেঁটে বিজিবির ত্রাণ বিতরণ

বন্যার পানিতে ভিজে পায়ে হেঁটে বন্যায় কবলিত মানুষের ঘরে ঘরে মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছে মারিশ্যা ব্যাটালিয়ান (২৭ বিজিবি) সেনা সদস্যরা।

সোমবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বধীন এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পূর্ব লাইল্যাঘোনা এবং বটতলী নামাক এলাকায় ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী প্রতি প্যাকেটে চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ৫০০ গ্রাম এবং আলু ২ কেজি করে বিতরণ করা হয়।

বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক এবং মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসান, এএমসি।

এই কার্যক্রম চলাকালীন সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) এর উপ অধিনায়ক, মেজর নোমান আল ফারুক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা ব্যাটালিয়ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!