Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ২৭, ২০২৪, ১২:৪৫ এএম


সিলেটে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

এদিকে কারারক্ষীদের নিরাপত্তায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মানিকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!