Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

উন্নতির দিকে ফেনীর বন্যা পরিস্থিতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৭, ২০২৪, ১১:৪৫ এএম


উন্নতির দিকে ফেনীর বন্যা পরিস্থিতি

ফেনী জেলায় বন্যার পানি আরও কমেছে। তবে, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু লোকালয়ে এখনো বন্যার পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার পানিমুক্ত রয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলাজুড়ে আটদিনের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত দাগনভূঞাতেও বন্যার পানি কমছে। তবে, উপজেলার রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর, সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু স্থানে মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।

বন্যা পরিস্থিতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে। যারা নিজ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে শুকনো খাবার পানি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
সোনাগাজীতেও বন্যা পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নতি হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার সুলাখালী, মানোমিয়ার বাজার এলাকা, ডাকাবাংলা থেকে ভোর বাজার সড়ক, আমিন উদ্দিন মুন্সি বাজারের আশপাশ, মতিগঞ্জ বাজার, ভোয়াগ গ্রাম, ইসলামপুর এখনো পানি বন্দি। এসব এলাকার কোথাও হাটু পরিমান পানি এবং কোথাও কোমর পরিমান পানি রয়েছে।

ইএইচ

Link copied!