Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোর কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৪, ১১:৫৬ এএম


যশোর কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

যশোরে মাসুদ রানা (১৮) নামের এক যুবক কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় কারাগারের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে ও কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী।

নিহতের পিতা বজলুর রহমান জানান- প্রতিদিনের মত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোলগামী মাল বোঝাই কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন।

ইএইচ

Link copied!