Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৪, ০১:৩১ পিএম


ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের ১০৩নং চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারের কয়েকটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে বিব্রত বোধ করছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলে সমালোচনার মুখে পড়েছেন ওই শিক্ষক।

সোমবার সকাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রধান শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ে এরপর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়।

ওই নাচের ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন রোমান্টিক বাংলা গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচছেন তিনি।

চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, স্যারের ভিডিও ফেসবুকে দেখার পরে লোকজন বলাবলি করছে যে তোদের স্কুলের স্যার নাকি নাচানাচির ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ে? এমন প্রশ্ন শুনে আমরা লজ্জিত বোধ করছি।
চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, নাচানাচি করা একটি ভিডিও আমিও দেখেছি। শিক্ষার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছিনা। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নিয়ে হাসাহাসি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক জানান- শিক্ষকতা একটি আদর্শের পেশা। শিক্ষার্থী ও সমাজের মানুষ তাদের অনুসরণ করেন। প্রধান শিক্ষকের এমন নাচের ভিডিও এটি সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই না।

চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোনে সাড়া দেননি।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. দৌলত হোসেন জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইএইচ

Link copied!