Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

পদ্মার হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৪, ০১:৫৩ পিএম


পদ্মার হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি

কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলার মধ্যদিয়ে বয়ে চলা দেশের অন্যতম বৃহত্তম পদ্মা নদীর হার্ডিং ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিপদ সীমার অনেক নিচে আছে বলে আশ্বস্ত করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম।

বর্তমানে পদ্মা (গঙ্গা) নদীর ৯০ হার্ডিং ব্রিজ স্টেশনের এই পয়েন্টে পানির লেভেল সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখার উপসহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার গত কয়েক দিনের চেয়ে পদ্মার হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির পরিমাণ একটু বেশি। ভেড়ামারা হাইড্রোলজি সেকশন সকাল ৬টায় পানির লেভেল পায় ১১.৯৬ মিটার, সকাল ৯টায় পায় ১১.৯৭ মিটার, যা দুপুর ১২টায়ও অপরিবর্তিত ছিল। এই পয়েন্টে পানির সর্বোচ্চ বিপদ সীমার লেভেল ১৩.৮০ মিটার। যা থেকে বর্তমান পানির লেভেল ১.৮২ মিটার নিচে আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই।

তাছাড়াও এই মৌসুমে পানির সর্বোচ্চ রেকর্ড ছিল ১২.১৮ মিটার।

ভেড়ামারা হাইডোলজি সেকশনের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ছিল ১১.৯৭ মিটার। ২৩ আগস্ট তা কমে ১১.৯৫ মিটারে নেমে আসে। হঠাৎ করে উজানে বৃষ্টি হওয়ার কারণে এই পানির পরিমাণ আবার বৃদ্ধি পেয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তথা হাইড্রোলজি ডিপার্টমেন্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।

ইএইচ

Link copied!