Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৪, ০২:০৭ পিএম


আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আখাউড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মোট ৩০টি পরিবারের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া বন্যায় মারা যাওয়া সুবর্ণ আক্তারের স্বামীকেও সমপরিমাণ টাকা দেওয়া হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী, কালেরকণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আয়োজকদের পক্ষে সুজন চৌধুরী, মো. মাসুম, শিক্ষার্থী আসিফ খান, ফখরুল হাসান সরকার প্রমুখ।

আয়োজকরা জানান, বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে তারা এই টাকা বিতরণ করেছেন। বন্যার্তদের পাশে থাকতে পেরে তারা খুব খুশি।

সহায়তা পাওয়া বঙ্গেরচর গ্রামের আয়েশা আক্তার বলেন, ‍‍`বন্যায় আমার মাটির ঘরের ক্ষতি হয়। পানি কমলেও ভয়ে ঘরে উঠতে পারছেন না। এই সহায়তার টাকা ঘর মেরামতের কাজে লাগাবেন।

ইএইচ

Link copied!