Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনার নতুন পুলিশ সুপার হলেন মোরতোজা আলী খাঁন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ২৭, ২০২৪, ০৪:২৯ পিএম


পাবনার নতুন পুলিশ সুপার হলেন মোরতোজা আলী খাঁন

পাবনাসহ ৪৮টি জেলায় পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এ সময় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পাবনার পুলিশ সুপার মো. আ. আহাদ, বিপিএম, পিপিএমকে (বার) পুলিশ সুপার পদে সারদা রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে এবং একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মো. মোরতোজা আলী খাঁনকে পাবনার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসের ৮ তারিখে পাবনার পুলিশ সুপার পদে যোগদান করেন মো. আ. আহাদ, বিপিএম, পিপিএম (বার)।

ইএইচ

Link copied!