Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মির্জাগঞ্জে আ’লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৪, ০৮:২৯ পিএম


মির্জাগঞ্জে আ’লীগের ১০২  নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭আগস্ট) পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-৮। 

এজাহারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। মামলার আসামি হচ্ছেন- ছাত্রলীগ নেতা রিফাত হাওলাদার এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মো. জুয়েল ব্যাপারী,যুগ্ম-সম্পাদক সুবল দেবনাথ,মো. ইউনুচ আলী সরদার,মো. নাসির ফকির,মো. আবু ব্যাপারী,রাকিব মৃধা,রাজিব মৃধাসহ ১০২ জন এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালে ৮ এপ্রিল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গাড়ি বহর নিয়ে মির্জাগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকার তিন রাস্তা মোড়ে পৌঁছলে আওয়ামীলীগ ও তাঁর অংগ-সংগঠনের নেতাকর্মীরা গাড়ির বহরের অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আলতাফ হোসেন চৌধুরীকে বহনকারী গাড়িসহ মাইক্রোবাস ও বহরে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে।

এব্যাপারে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতার গাড়ী বহরে হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরএস

Link copied!