Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা ধূলিসাৎ করা যাবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আগস্ট ২৮, ২০২৪, ০১:০৭ পিএম


‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা ধূলিসাৎ করা যাবে না’

সারাদেশের অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা ধুলিৎসাত করা যাবে না। সেজন্য বর্তমান অন্তবর্তী সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে হবে। প্রত্যেকে ঐক্যবদ্ধ থেকে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এটা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জি.এস সাঈদুর রহমান সাঈদ সোহরাব।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে মির্জাপুর পৌর বিএনপি আয়োজিত আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ সকল কথা বলেন।

সভায় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল, গোড়াই আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সিদ্দিকী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।

সাঈদ সোহরাব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামীতে দেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক গুণগত পরিবর্তন ঘটাতে হবে।

সভায় ১ সেপ্টেম্বর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!