Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিলল শতাধিক স্বর্ণের বার

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ২৮, ২০২৪, ০২:৩৭ পিএম


ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিলল শতাধিক স্বর্ণের বার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক স্বর্ণের বারসহ যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর এক যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়।

এ সময় ওই প্রবাসীকে আটক করে বিমানবন্দর এভিয়েশনের নিরাপত্তা শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা। পরে তা শুঙ্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরি করেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

আটক যাত্রী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের হোসেন আহমদ। তিনি ওই এলাকার নুরুল ইসলাম ও আয়শা বেগম দম্পতির ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই সদস্য তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৭ পিস স্বর্ণের বার জব্দ করেন।

তবে বিমানবন্দর ও এয়ারফ্রেইড বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, স্বর্ণের বারগুলো এখনো গণনা শেষ হয়নি। আমরা পুরোপুরি গণনার পর গণমাধ্যমকে জানিয়ে দেবো।

ইএইচ

Link copied!