Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:০৩ পিএম


নলছিটিতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মো. রিয়াদ তালুকদার (২৪) নামে একজন নিহত ও তার বন্ধু পিয়াল (২২) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!