Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

গৌরীপুরে শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:২৮ পিএম


গৌরীপুরে শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা করা হয়েছে।

মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের সেকান্দর আলির ছেলে কৃষক দলের নেতা আবুল কাশেম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলি আটদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস‌্য নিলুফার আঞ্জুম পপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস‌্য ও সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্ত, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম‌্যান সোমনাথ সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম‌্যান মোফাজ্জল হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজীব, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাফজান জনি অভি, সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তমাল পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন, পৌর যুবলীগের সদস্য সৈয়দ জুয়েল, সৈয়দ রাসেলসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৯৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন।

ইএইচ

Link copied!