Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী ছাত্র সমাজের

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:৪১ পিএম


ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী ছাত্র সমাজের

চাঁদপুরের ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনকে দুর্নীতি, চাঁদা ও অস্ত্রবাজ হিসেবে আখ্যায়িত করে তার বিচার এবং পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনতা অংশ গ্রহণ করে।

এর আগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।  

ছাত্রদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক জুনায়েদ খান, শাকিব খান, আরমান হোসেন। স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদিয়া কিন্দারগার্টেন’র প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হারুনুর রশিদ জামাল, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ।

এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!