Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:৪৬ পিএম


ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান

ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার পরিদর্শনকালে তিনি জেলার ছাগলনাইয়া ও আশপাশ এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান বন্যাদুর্গতদের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা সম্পর্কে অবহিত হন।

একই সঙ্গে চলমান উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে করণীয় বিষয়সমূহ সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে পরবর্তীতে উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

ইএইচ

Link copied!