Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:৫১ পিএম


বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বাস ও গোদাগাড়ী থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে দুইজন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মূত্যু ঘোষণা করেন।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে অটোরিকশার চালক মনিরুল ইসলাম(৪০) ও  একই গ্রামের  আব্দুল মান্নানের ছেলে মিলন হোসেন(৩৯)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে অটোরিকশা ও যাত্রীবাহীবাস মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনই মারা যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ঘাতক বাসটিকে আটক হয়। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!