Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউএনওর মতবিনিময় সভায় আ.লীগের উপস্থিতি নিয়ে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৩:৫৬ পিএম


ইউএনওর মতবিনিময় সভায় আ.লীগের উপস্থিতি নিয়ে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ

ভোলার মনপুরায় নবাগত ইউএনও পাঠান মো. সাঈদুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিত থাকাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ অবস্থাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন, মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলম ভুঁইয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিনসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাঈদুজ্জামানের কাছে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্মারকলিপি দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাঈদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়নি। তারা মানুষের কাছে শুনে সেচ্ছায় সভায় উপস্থিত হয়েছে।

ইএইচ

Link copied!