Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি জোন উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৪:২৭ পিএম


ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি জোন উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এনসিডি কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার ও কিডস জোনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা নূরুল আমিন।

এ সময় ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসা, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. আনোয়ারুল হক, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জোবায়েল আহম্মেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মোকছেদা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এন,এএম আবুল বাসার, মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন অপু, ইমারজেন্সি মেডিকেল অফিসার বিপ্লব, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, মেডিকেল অফিসার ডা. সাদিকা নওশিন, মেডিকেল অফিসার ডা. ববিন আখতারসহ ডেন্টাল সার্জন ও কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!