Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

দিনাজপুরে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৪:৫০ পিএম


দিনাজপুরে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নায়ক সিধু ও কানুর ভাস্কর্য ভাঙ্গা, সারা দেশে আদিবাসীদের ঘর বাড়ি উপর হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, গেল পাঁচ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর একদল দুষ্কৃতকারী কাহারোল উপজেলার ১৩ মাইল এলাকায় অবস্থিত সিধু ও কানুর ভাস্কর্যটি ভেঙে ফেলে। ভাস্কর্যটি ভাঙার পর ক্ষোভের সৃষ্টি হয় আদিবাসী সমাজের মধ্যে।

অনতিবিলম্বে ভাস্কর্য ভাঙার ঘটনায় এবং আদিবাসীদের ঘর বাড়ি লুটপাট-অগ্নিসংযোগ ও জমি দখলের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

সেই সাথে আদিবাসীদের সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

উল্লেখ্য, যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সাঁওতাল বিদ্রোহের অন্যতম পথিকৃৎ ছিল দুই ভাই সিধু ও কানু।

ইএইচ

Link copied!