Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ভৈরবে মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৬:৩৪ পিএম


নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ভৈরবে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে বিসিবির সাবেক সভাপতি, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে পৌরশহরের কমলপুর গ্রামের আলম সরকার মামলাটি দায়ের করেন।

মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব-৩ শাখাওয়াত উল্লাহসহ ১৪০ জনের নাম উল্লেখ করে  করা হয়।  

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!