Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কটিয়াদীতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৭:৩২ পিএম


কটিয়াদীতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে মামা পরিচয়ে শিশু সাইফা (৬) অপহরণের ঘটনার ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গীর মোড় সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল৷ তবে এ সময় অভিযানের আগেই সটকে পড়া অপহরণকারী ব্যক্তিকে আটক করা যায়নি৷

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে জালালপুর ইউনিয়নের মোবারক হোসেন (২৪) ও কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের আশিক মিয়ার (১৯) নাম উল্লেখ করে এবং বাকি ১-২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

মেয়েটিকে উদ্ধারে সহায়তা করেন সেনবাহিনীর সার্জেন্ট মো. কামালের নেতৃত্বে একটি টিম ও কটিয়াদী মডেল থানার এসআই কামালের সাথে পুলিশের টিম৷

শিশুর বাবা কামাল মিয়া বলেন, সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় আমার মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি৷ এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি৷

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার বলেন, মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট দেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে৷

ইএইচ

Link copied!