Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৪, ০৭:৪৯ পিএম


চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার বড় বাজার মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সকল নাগরিক তাদের অধিকার ভোগ করতে পারবেন। আমরা আমাদের দেশের উন্নয়ন ও প্রগতির জন্য ইসলামী আদর্শে একটি সুষ্ঠু সমাজ গঠন করতে চাই।

প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন সব সময় দেশের মানুষের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে, ইসলামী আদর্শেই দেশের শান্তি, উন্নয়ন ও কল্যাণ নিহিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইএইচ

Link copied!