Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকা লুট

কাশিমপুর (গাজীপুর)প্রতিনিধি:

কাশিমপুর (গাজীপুর)প্রতিনিধি:

আগস্ট ২৯, ২০২৪, ০২:৫১ পিএম


কাশিমপুরে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকা লুট

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৫-৬ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক সাইজ উদ্দিন মোল্লা  ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এঘটনায় ২৫ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় আনুমানিক ৯  লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকা সাইজ উদ্দিন মোল্লা তার হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে।এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার সমীর কুমার সাহা,কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

বিআরইউ

Link copied!